মুলাদী প্রতিনিধি
মুলাদীতে দীর্ঘ প্রতিক্ষার পর ধর্ষন মামলার দুধর্শ আসামী কে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গণধর্ষন মামলার অন্যতম আসামী মোঃ ইব্রাহিমকে (৩৮) কে গ্রেপ্তার করেছে মুলাদী থানা পুলিশের তদন্ত ওসি সাইদ আহম্মেদ তালুকদার সহ একদল পুলিশ। জানা গেছে, গত ১৮/০৩/২০১৯ ইং তারিখে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামের নাসির বেপারীর ভবঘুরে মেয়ে মৌসুমী আক্তার সম্পা মনিকে বিয়ের প্রলোভন দেখিয়ে সফিপুর ইউনিয়নের মোসলেম সিকদারের পুত্র সিয়াম সিকদার ও আয়নাল সরদারের পুত্র ইব্রাহীম ও তার সহযোগীরা সফিপুরের টেম্পু ষ্টান্ডের পূর্ব পাশের্^ পাতা বনের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষন করে। ঘটনার পর ১৯/০৩/২০১৯ ইং তারিখ ভিকটিম মৌসুমী আক্তার সম্পা মনি বাদি হয়ে সিয়াম সিকদার ও ইব্রাহীম সহ আরো অজ্ঞাত কয়েকজনকে আসামী করে  স্থানীয় সচেতন সোহেল সরদার কে সাথে নিয়ে মুলাদী থানায় ধর্ষনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 


মুলাদী প্রতিনিধি
মুলাদী বন্দরের পয়ঃনিষ্কাশন, বর্জ্যরে ভাগার, গরু জবাই করে রক্ত প্রবাহ নয়াভাঙ্গলী নদীর তীরে ড্রেনের মাধ্যমে নদীতে যাওয়ার ফলে নয়া ভাঙ্গলীর তীরে ঐতিহ্যবাহী বন্দর জামে মসজিদের মুসল্লীগন, মুলাদী থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলের যাত্রীদের নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন মুলাদী বন্দরের সব ধরনের বর্জ্য মসজিদ সংলগ্ন নদী তীরবর্তী জায়গায় ফেলার কারনে পরিবেশ বিপর্যয়ের আশংকা দিয়েছে। বন্দরের অসাধু গরুর ব্যবসায়ীরা গরু জবাই করার জন্য পৌর কর্তৃপক্ষের দেয়া সুনিদৃষ্ট জায়গা দেওয়া সত্বেও জনসম্মুখ্যে প্রতিনিয়ত গরু জবাই করার ফলে গরুর পচা রক্ত মানব দেহের ব্যাপক ক্ষতি সাধন করে চলেছে অপর দিকে কিছু মানুষের অসচেনতা আর পৌর কর্তৃপক্ষের অবহেলায় নয়া ভাঙ্গলী পয়ঃনিষ্কাসন সুয়ারেজ ড্রেন নদীর সাথে মিলিয়ে দেয়ার ফলে পরিবেশ বিনষ্ট হচ্ছে। সচেতন মহল মনে করে পরিবেশের এই ধংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে অনিবার্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়ে জনসাধারন বিভিন্ন সংক্রামক রোগের থেকে রক্ষা পারে। 


মুলাদী প্রতিনিধি
মুলাদীতে প্রথম শ্রেনীর শিশু শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে! মামলা সুত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল মুলাদী পৌরসভার ২নং ওয়ার্ডের মধ্যে তেরচর গ্রামের মৃত করম আলী চৌকিদারের লম্পট পুত্র আল আমিন তার নিকট আত্নীয়র প্রথম শ্রেণীতে পড়–য়া (৭) মেয়েকে কোমল পানিয় খাওয়ানোর লোভ দেখিয়ে আল আমিনের মেয়েকে আরসি আনতে দোকানে পাঠায় সেই সুযোগে ধর্ষন করে আলআমিন । ধর্ষনের স্বীকার হওয়া প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থী তেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ধর্ষনের স্বীকার হওয়া শিশু শিক্ষার্থীর ডাক চিৎকার শুনতে পেয়ে তার বড় বোন ঘটনাস্থলে এসে আলআমিনকে পালিয়ে যেতে দেখলে তার ডাকচিৎকারে প্রতিবেশীরা জরো হয়। এ ঘটনায় এলাকায় হৈচৈ পরে গেলে শিশু শিক্ষার্থীর মা এনামুল সরদারের স্ত্রী ববিতা বেগম মুলাদী থানায় আলআমিন কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এ ঘটনায় ধর্ষক আলআমিন কে গ্রেপ্তার করেছে মুলাদী থানা পুলিশ। 


(মুলাদী প্রতিনিধি)
মুলাদীতে ইটালী প্রবাসী আলমগীর সিকদারের বাড়ীতে আগুন দিয়ে গরু ঘর ও পাকের ঘরে আগুন দিয়ে গরু ও রান্না ঘর পুড়িয়ে এ কেমন নিষ্ঠুরতা করলো ভুয়া মুক্তিযোদ্ধা মফসের ও তার সহযোগীরা! জানাগেছে, মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ব্রজমোহন এলাকার মৃত ইসমাইল সিকদারের ইটালী প্রবাসী পুত্র আলমগীর সিকদার একই এলাকার মুক্তিযোদ্ধা নামধারী মফসের সরদারকে মুক্তিযোদ্ধায় তালিকা ভুক্তির জন্য সাক্ষি না দেয়ার ফলে শত্রুতার সৃষ্টি হয় এর জের ধরে শনিবার গভীর রাতে মফসের সরদার ও তার সন্ত্রাসী সহযোগীরা ইটালী প্রবাসী আলমগীর সিকদারের বাড়ীতে থাকা গরু ঘর, ক্ষেরের গাধায় আগুন লাগিয়ে দেয়, রাত আনুমানিক ৩.৩০ মিনিটে শবেই বরাতের রোজা রাখার নিয়তে ঘর থেকে বাহিরে বের হয়ে আগুন লাগার সেই দৃশ্য দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনের সেই নিষ্ঠুরতায় ক্ষেরের গাধা সহ গরু ঘরে থাকা গরুটি পুরে যায়। আলমগীর এর বৃদ্ধা মা রিজিয়া বেগম (৭৫) ও প্রতিবেশী এক মহিলা মফসের সরদার সহ তার লোকজনদের পালিয়ে যাওয়া দেখে অভিযোগ জানিয়েছেন। মুক্তিযোদ্ধার মতে একটি গুরুত্বপূর্ন ইসুকে পুঁজি করে স্থানীয় লোকজনদের জিম্মি করে বিভিন্ন উদ্দেশ্য হাসিল করে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্ব বিস্তার করে আসছে মফসের ও তার এই সন্ত্রসী গ্রুপটি বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় সেলিমপুরের পুলিশ ফারির ইনচার্জ আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আলমগীর সিকদারের স্ত্রী কনা বেগম, মফসের সরদার, সেন্টু সরদার, হান্নান সরদার আলাউদ্দিন সরদার, ইলিয়াস সরদার, শাওন সরদার, সীমা বেগম, আশিক সহ ৭/৮ জনকে আসামী করে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


মুলাদী প্রতিনিধিঃ 
গতকাল বৃহস্পতিবার বেলা ২.৩০মিনিটে মুলাদী উপজেলার ছবিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নোমান আকনের বাড়ী থেকে সেবনের সরংজাম ও ১০৫পিচ ইয়াবা সহ গ্রেপ্তার-২। থানা সূত্রে জানা গেছে ভেদুরিয়া গ্রামের আ ঃরব মুন্সীর পুত্র ফরিদ মুন্সী (৩২) ছোট লক্ষ্মীপুর গ্রামের খলিল সিকদারের পুত্র সজিব (২৫) কে সফিপুুর পুলিশ ফারির এএসআই আকতার গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে তাদের হাতেনাতে ইয়াবা সহ গ্রেপ্তার করে।  ইয়াবা সম্্রাট ফরিদ মুন্সী দীর্ঘদিন যাবৎ বিরদর্পে লক্ষ লক্ষ পিচ ইয়াবা মুলাদীতে ব্যবসা করে আসছে। এলাকা সূত্রে জানাযায় ইয়াবা ব্যবসায়ীদের পক্ষে বড় ধরনের নেতাদের হাতও রয়েছে। ইয়াবা সেবন কারীদের ধরার পরে কে বা কাহারা ছাড়িয়ে নিতে তদবির করেছে এবং তদন্ত কর্মকর্তাকে উর্ধতম ব্যক্তিরা ফোন দিয়ে সাজানো নাটক বলে ছেরে দেয়ার জন্য তদবীর করা হয়েছে। মুলাদী থানা পুলিশ কোন কিছুর কর্নপাত না করে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।


মুলাদী প্রতিনিধি:
মুলাদীতে ফায়ার সার্ভিসের ভবন উত্তোলনের জন্য প্রায় সারে ৩ কোটি টাকা বরাদ্দ হলেও আজ পর্যন্ত ভবটির কাজ সম্পন্ন করা হয়নি। একই সাথে বাবুগঞ্জ, মুলাদী ও হিজলা ফায়ার সার্ভিসের ভবন বরাদ্দ হয়। কিন্তু বাবুগঞ্জ ও হিজলা উপজেলা ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হলেও মুলাদী উপজেলার ফায়ার সার্ভিসের ভবন আজও উত্তোলন হয়নি। খোজ নিয়ে জানাযায় যে, ঠিকাদারের অবহেলার কারনে এই পরিনতি হয়েছে। মুলাদীর জন্য ফায়ার সার্ভিসের গাড়ি ও জনবল প্রস্তুত থাকলেও প্রস্তুত নেই ভবন। ফলে গাড়ি ও জনবল বরিশালে থাকতে হয়। মুলাদীবাসীর দাবী দ্রুত ভবন উত্তোলন কাজ সম্পন্ন করা। ফায়ার সার্ভিসের অভাবে মুলাদী বন্দর, খাসের হাট বন্দর সার্বক্ষণিক ভয়ভিতির মধ্যে বসবাস করছে ব্যবসায়ীরা। উর্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করলেই ফায়ার সার্ভিসের ভবন দ্রুত হওয়া সম্ভব।


মুলাদী প্রতিনিধি :
মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের রামচর গ্রামের মৃত: হাকিম সরদারের মেয়ে এ.বি.আর মাধ্যমিক বিদ্যালয়েল ৯ম শ্রেনীর ছাত্রী মোসা: লিয়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাগেছে গতকাল সন্ধা ৬ ঘটিকার দিকে লিয়া আক্তার তাদের বসত ঘরের আড়ার সাথে শাড়ী কাপড় দিয়ে সম্ববত আতœহত্যা করেছে। তবে কি কারনে আতœহত্যা করেছে তার কোন কারন জানা না গেলেও লোকজনের সাথে কথা বলে জানা যায় নিহত লিয়া আক্তার একটি চিরকুট লিখে রেখেছে তাতে লেখা রয়েছে আমাকে ও আমার বড় আপু রিমা কে নিয়ে একজন খুব খারাপ কথা ও ডিষ্টাব  করত তাই আমি অনেক দূরে চলে যাচ্ছি, এ লেখা তোমারা যখন পড়বা তখণ আমি আর তোমাদের মাঝে থাকব না, তবে কে খারাপ কথা বলছে সেটি লিখে যায়নি, এটি যখন চারিদিকে প্রচার হয়ে যায় তার কিছু ক্ষনের মধ্যেই চিরকুটি আর পাওয়া যায়নি এলাকাবাসির ধারনা চিরকুটটি কেউ গায়েব করেছে। লোকজন আরও জানান শান্ত ও মেধাবী লিয়া আক্তার আতœহত্যা করতে পারে এটা মানতে কষ্ট হচ্ছে আতœহত্যার কোন কারন খুঁজে পাচ্ছি না। তবে সুষ্ঠ তদন্ত করলে এর অন্য কোন কারন বের হতে পারে। নিহতের মায়ের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তিনি অসুস্থ হয়ে পড়ার কারনে সম্বব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মুলাদী থানা থেকে পুলিশ সদস্যরা লাশটি সুরতাহল রিপোর্টে জন্য রওয়ানা হয়েছে।  এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ।


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে ব্রজপাতে দুইজন গুরুতর আহত হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানাগেছে আজ সন্ধা ৭টায় মুলাদী উপজেলার পৌরসভার কাঠ বাজার সংলগ্ন খেয়া পার হয়ে তাদের বাড়ী যাওয়ার সময় হঠ্যাৎ বজ্রপাতে চরপত্তনী ভাংগা গ্রামের মোয়াজ্জেম নলীর পুত্র আবদুর রহিম(২০) ও মালেক সরদার এর পুত্র কামরুল (১৮) ওপর ব্রজপাতের কারনে তারা গুরুতর আহত হয়। তাদেরকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে কর্তব্যরত ডাক্তার তাদের জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাল বরিশালে প্রেরন করেন। তাদের শরীরে বিভিন্ন অংশ বজ্রপাতে ঝলসে যায়। তাদের উভয়ের অবস্থা আশঙ্কা জনক।


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুলাদী হাসপাতাল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা সাইদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে সাংবাদিক ঐক্যফোরামের সভাপতি, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর, মুলাদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেনের বিরুদ্ধে হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে মুলাদীতে কর্মরত সকল সাংবাদিকদের মানববন্ধন। 
গতকাল বেলা ১১টায় মুলাদী প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তারা বলেন, গত ৩এপ্রিল বুধবার রাত ২টার দিকে মুলাদী থানার এস আই ও এ এসআই সহ ১৫-২০জন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা মুলাদী পৌরসভার ৩নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর ও মুলাদী উপজেলা সাংবাদিক ঐক্যফোরাম সভাপতি আলমগীর হোসেনের বাড়ীতে প্রবেশ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরদিন সকাল ৭টার দিকে মুলাদী জনৈক ব্যক্তিকে বাদী বানিয়ে একজন সাংবাদিক ও জনপ্রিয় জনপ্রতিনিধিকে আসামী করে জেল হাজতে প্রেরন করে। বরিশাল বিভাগের চার চারবার শ্রেষ্ঠ পৌর কাউন্সিলর নির্বাচিত সাংবাদিক আলমগীর হোসেনকে গভীর রাতে গ্রেফতার এবং পরদিন জনৈক ব্যক্তিকে থানায় ডেকে বাদী বানিয়ে মামলার আসামী বানানোর ঘটনা চরম উদ্বেগজনক উল্লেখ করে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে মুলাদী থানা পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানায় মানববন্ধনে অংশ গ্রহনকারী সাংবাদিক বৃন্দ, তারা আরও বলেন, অভিলম্বে হয়রানী মুলক মামলা প্রত্যাহার সহ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন না করা হলে সাংবাদিকরা মুলাদী থানা পুলিশের সকল সংবাদ বর্জন ও আগামীতে আরও বড় ধরনের কর্মসুচির ঘোষনা দিবে। মানব বন্ধন শেষে মুলাদী থানা পুলিশের স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার প্রতিবাদে এবং সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে মুলাদী উপজেলা নির্বাহীী কর্মকর্তার মাধ্যমে বিভাগীয় কমিশনারের বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। 

মুলাদী প্রতিনিধি
    মুলাদী একটি নোংরা ডাষ্টবিন থেকে মানব দেহের ভ্রুন উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার বিকালে মুলাদী বন্দরের কাঠ বাজার এলাকায় একটি নোংরা ডাষ্টবিনে মানব দেহের আকৃতির, আনুমানিক ৪/৫ মাসের এভোয়েশন করা মানব দেহ এ ভ্রুন দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে এর সত্যতা যাচাই করে পুলিশ ও স্থানীয়রা জানায় মানবিক মুল্যবোধ ও অবক্ষয়ের ফলে কোন নারী এধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটাতে পারে। মানব দেহের ভ্রুনের সত্যতা চোখে দেখতে সেখানে স্থানীয় লোকজন ভীর জমায়। এ রিপোট লেখা পর্যন্ত এঘটনার সাথে জড়িত থাকতে পারে এমন কাউকে চিহিৃত করা যায়নি। 

মুলাদী প্রতিনিধিঃ
    মুলাদীতে গাছ বোঝাই টমটম উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

জানাগেছে, উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া থেকে গাছ বোঝাই করে একটি টমটম সোনামন্দিন বন্দরে রওয়ানা হলে পথ মধ্যে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে টমটমে থাকা শ্রমিক চরকালেখান ইউনিয়নের জালালাবাদ লক্ষীপুর গ্রামের ধলু খানের পুত্র কেনান খান (২৫) টমটমে থাকা গাছের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বোয়ারিয়া পুলিশ ফারির ইনচার্জ এস আই মুরাদ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করলে লাশের অবিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ লিখিত ভাবে তাদের জিম্মায় নিয়ে কবরস্ত করার প্রস্তুতি নিচ্ছে। 


অদ্য ০৫/০৪/২০১৯ ইং তারিখ রোজ শুক্র বার সকাল ১২.০০ ঘটিকায় মুলাদী থানাধীন বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামে শাহে আলম হাওলাদারের বাড়ীতে টিউবওয়েল বসানোর সময় টিউবওয়েলের পাইপের সাথে বিদ্যুৎ এর তার লেগে বিদুৎস্পৃষ্ট হয়ে টিউবওয়েল বসানোর কাজে নিয়োজিত শ্রমিক ওয়াচকুরুনী ওরফে হৃদয় (১৯) পিতাঃ শাখওয়াত হোসেন, সাং- ঘোবরাপাড়া, থানাঃ ধামুর হাট, জেলাঃ নওগাঁ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন প্রাথমিক চিকিৎসা শেষে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  আনার পথে সে মারা যায়। তার শরীরে সামান্য পোড়া দাগ ছাড়া অন্য কোন আঘাত বা জখমের চিহ্ন  লক্ষ্য করা যায় নাই। 


ডিজিটাল মুলাদী প্রতিনিধি॥
মুলাদীতে মিথ্যা মামলায় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ও বার বার নির্বাচিত পৌর কাউন্সিলর আলমগীর হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সাংবাদিকরা মুলাদী প্রেসক্লাবে এক জরুরি সভায় নিন্দা ও প্রতিবাদ জানান 

এবং অবিলম্বে সাংবাদিক আলমগীর হোসেনের নিঃশর্ত মুক্তির দাবী করেন। বুধবার রাত ২টার দিকে মুলাদী থানা পুলিশ একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলায় সাংবাদিক আলমগীর হোসনকে তার বাসা থেকে গ্রেফতার করে এবং বৃহস্পতিবার সকালে জেলহাজতে প্রেরণ করেন। পুলিশ অতিউৎসাহী হয়ে একটি মামলায় তাকে গ্রেফতার করেছে বলে দাবী করেছে তার পরিবার। সাংবাদিক আলমগীর হোসেনের ভাই মনির হোসেন সরদার জানান মুলাদী থানার এসআই আমির হোসেন, এএসআই আনিচের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাত ২টার দিকে তাদের বাড়িতে প্রবেশ করে তার বড়ভাই আলমগীর হোসেনকে গ্রেফতার করেন। ওই সময় কারণ জানতে চাইলে পুলিশ জানায় আলমগীর হোসেনের বিরুদ্ধে মুলাদী কেন্দ্রিয় ঈদগাঁ সংলগ্ন জনৈক ব্যবসায়ী আলতাফ হোসেনের উপর হামলা ও মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাসূত্রে তাকে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আলমগীর হোসেন হামলা কিংবা মারধরের সাথে কোনো ভাবেই জড়িত ছিলেন না বলে দাবী করেন। আলমগীর হোসেন ও তার পরিবারের সদস্যদের ধারণা বিভিন্ন সময়ে থানা পুলিশের অনিয়ম ও অপকর্মের প্রতিবাদ করায় থানা পুলিশ উদ্দেশ্যমূলক ভাবে আলমগীর হোসেনকে মামলায় জড়িয়ে তড়িঘরি করে রাত ২টার দিকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠায়। সাংবাদিক আলমগীর হোসেনের গ্রেফতারের সংবাদ পেয়ে মুলাদী সাংবাদিক ঐক্য ফোরাম, মুলাদী  প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে জরুরী সভা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তির দাবী করেন। এসময় বক্তব্য রাখেন মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাঢ়ি, সহ-সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সেলিম আহম্মেদ চৌকিদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন রাঢ়ি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, সদস্য মাষ্টার নিজাম উদ্দিন, তাপস মজুমদার, নজরুল ইসলাম, মুলাদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক সুলেমান কাদির খোকন তালুকদার, সহ-সভাপতি লিটন তালুকদারসহ উপজেলার বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ। এব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে ব্যবসায়ী আলতাফ হোসেনের ওপর হামলার ঘটনায় আলমগীর হোসেনসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। 

MARI themes

Powered by Blogger.