ডিজিটাল মুলাদী প্রতিনিধি॥
মুলাদীতে মিথ্যা মামলায় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ও বার বার নির্বাচিত পৌর কাউন্সিলর আলমগীর হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সাংবাদিকরা মুলাদী প্রেসক্লাবে এক জরুরি সভায় নিন্দা ও প্রতিবাদ জানান

এবং অবিলম্বে সাংবাদিক আলমগীর হোসেনের নিঃশর্ত মুক্তির দাবী করেন। বুধবার রাত ২টার দিকে মুলাদী থানা পুলিশ একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলায় সাংবাদিক আলমগীর হোসনকে তার বাসা থেকে গ্রেফতার করে এবং বৃহস্পতিবার সকালে জেলহাজতে প্রেরণ করেন। পুলিশ অতিউৎসাহী হয়ে একটি মামলায় তাকে গ্রেফতার করেছে বলে দাবী করেছে তার পরিবার। সাংবাদিক আলমগীর হোসেনের ভাই মনির হোসেন সরদার জানান মুলাদী থানার এসআই আমির হোসেন, এএসআই আনিচের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাত ২টার দিকে তাদের বাড়িতে প্রবেশ করে তার বড়ভাই আলমগীর হোসেনকে গ্রেফতার করেন। ওই সময় কারণ জানতে চাইলে পুলিশ জানায় আলমগীর হোসেনের বিরুদ্ধে মুলাদী কেন্দ্রিয় ঈদগাঁ সংলগ্ন জনৈক ব্যবসায়ী আলতাফ হোসেনের উপর হামলা ও মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাসূত্রে তাকে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আলমগীর হোসেন হামলা কিংবা মারধরের সাথে কোনো ভাবেই জড়িত ছিলেন না বলে দাবী করেন। আলমগীর হোসেন ও তার পরিবারের সদস্যদের ধারণা বিভিন্ন সময়ে থানা পুলিশের অনিয়ম ও অপকর্মের প্রতিবাদ করায় থানা পুলিশ উদ্দেশ্যমূলক ভাবে আলমগীর হোসেনকে মামলায় জড়িয়ে তড়িঘরি করে রাত ২টার দিকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠায়। সাংবাদিক আলমগীর হোসেনের গ্রেফতারের সংবাদ পেয়ে মুলাদী সাংবাদিক ঐক্য ফোরাম, মুলাদী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে জরুরী সভা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তির দাবী করেন। এসময় বক্তব্য রাখেন মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাঢ়ি, সহ-সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সেলিম আহম্মেদ চৌকিদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন রাঢ়ি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, সদস্য মাষ্টার নিজাম উদ্দিন, তাপস মজুমদার, নজরুল ইসলাম, মুলাদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক সুলেমান কাদির খোকন তালুকদার, সহ-সভাপতি লিটন তালুকদারসহ উপজেলার বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ। এব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে ব্যবসায়ী আলতাফ হোসেনের ওপর হামলার ঘটনায় আলমগীর হোসেনসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।