বাবুগঞ্জ উপজেলার গ্রামের নাম ও ইউনিয়ন

বাবুগঞ্জ উপজেলা


১। জাহাঙ্গীরনগর ইউনিয়ন [পূর্বনাম আগরপুর]:১. আগরপুর, ২. ব্রাহ্মণদিয়া, ৩. চরআলগী, ৪. চর ফতেহপুর, ৫. চর হোগলাপটিয়া, ৬. চর জাহাপুর, ৭. চর কপালবেড়া (ইসলামপুর), ৮. চরমৈষা, ৯. চর সিলান্দা, ১০. চর ঠাকুর মালিক, ১১. দক্ষিণ চর ডাকাতিয়া, ১২. ঘোষকাঠি রমজানকাঠি, ১৩. লামচর ঘোষকাঠি, ১৪. নতুন চরজাহাপুর, ১৫. তিলেরচর, ১৬. উত্তর চর ভূতেরদিয়া।



২। চাঁদপাশা ইউনিয়ন: ১. আরজি কালিকাপুর, ২. অর্জুন মাঝি, ৩. বকশিচর, ৪. বাঁশগাড়ি, ৫. বাইলাখালি, ৬. ভবানীপুর, ৭. চন্ডীপুর, ৮. চাঁদপাশা কিসমত, ৯. চাঁদপাশা, ১০. শ্রীমন্তরি, ১১. ডিগ্রিরচর, ১২. আইচার হাওলা, ১৩. ঘটকের চর, ১৪. দরিয়াবাদ, ১৫. ঢুমচর, ১৬. গাজীপুর, ১৭. কালিকাপুর, ১৮. কুলচর, ১৯. রাফিয়াদি।



৩। দেহেরগতি ইউনিয়ন: ১. আরজি বাহেরচর ঘোষকাঠি, ২. বাহিরচর ঘোষকাঠি, ৩. বাহিরচর ক্ষুদ্রকাঠি, ৪. চর সাধুকাঠি, ৫. দেহেরগতি, ৬. ইদিলকাঠি, ৭. খারিজজমা চর, ৮. রাকুদিয়া, ৯. রাহুতকাঠি, ১০. উত্তর দেহেরগতি, ১১. করমউল্লাকাঠি।



৪। কেদারপুর ইউনিয়ন: ১. ভূতেরদিয়া, ২. ছানি কেদারপুর, ৩. দক্ষিণ চরজাহাপুর, ৪. দক্ষিণ ভূতেরদিয়া, ৫. কেদারপুর, ৬. কিসমত ঠাকুর মালিক, ৭. পূর্ব ভূতেরদিয়া, ৮. পূর্ব কেদারপুর, ৯. পশ্চিম ভূতেরদিয়া।



৫। মাধবপাশা ইউনিয়ন: ১. বাদলা (শ্রীনগর), ২. ছাতিয়া, ৩. চন্দ্রপাড়া, ৪. গজালিয়া, ৫. গোয়ালদি মুশুরিয়া, ৬. হাদিবাশকাঠি, ৭. হিজলা, ৮. লাফাদি, ৯. মাধবপাশা, ১০. বারইখালি, ১১. বীরপাশা, ১২. রবীন্দ্রনগর, ১৩. ফুলতলা, ১৪. গোয়াল বত্তন, ১৫. মেঘিয়া, ১৬. মুশুরিয়া, ১৭. পাংশা, ১৮. পশ্চিম পাংশা, ১৯. প্রতাপপুর, ২০. পূর্ব রহমতপুর।



৬। রহমতপুর ইউনিয়ন: ১. দোয়ারিকা, ২. খানপুরা, ৩. ক্ষুদ্রকাঠি, ৪. কুমারিয়ার পিঠ, ৫. লামচর ক্ষুদ্রকাঠি, ৬. লোহালিয়া, ৭. মৈষাদি, ৮. মানিককাঠি, ৯. ওলানকাঠি, ১০. পশ্চিম রহমতপুর, ১১. রাজগুরু, ১২. বোয়ালিয়া, ১৩. রাজকর, ১৪. রামপট্টি, ১৫. সাদেকখান, ১৬. সিঙ্গেরকাঠি, ১৭. উত্তর রহমতপুর।