মুলাদীতে করোনা জনসমাগম রোধে ভ্রাম্যমান আদালত- জরিমানা-৬




ডেস্ক রিপোর্টঃ করোনা ভাইরাসের কারণে জনসমাগম রোধে মুলাদীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা জনকে করা হয়েছে। আজ বিকাল ৫টায় মুলাদী উপজেলার থেকে মৃধারহাট চরকালেখানের বিভিন্ন স্থান ভ্রাম্যমান আদালতে  ৬জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরিশাল জেলার নির্বাহী ম্যাজেষ্ট্রিট রূম্পা ঘোষ। এসময় উপস্থিত ছিলেন মুলাদী থানা পুলিশ ফোর্স উপজেলা নির্বাহী অফিসের সহকারী বৃন্দ।  সাথে সাথে উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সরকারের নিয়ম মানার নির্দেশ প্রদান করেন।