মুলাদীর গাছুয়া ইউনিয়নে ডাকাতি,আহত-৩

৫ লক্ষাধিক টাকার মালামাল লুন্ঠন  ॥

মুলাদী প্রতিনিধি মেহেদী হাসানঃ
মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ গাছুয়া গ্রামের অবসর প্রাপ্ত সেনাবাহিনীর বাড়ী সহ দুইটি বাড়ীতে দূদর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 
ঘটনার বিবরনে জানা যায় গাছুয়া ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের মৃত রহমালী হাওলাদারের ছেলে অবসর প্রাপ্ত সেনাবাহিনী মৌলবী আনিচুর রহমানের বসত ঘরে রাত অনুমান ২.২০ মিনিটে ঘরের পূর্ব পাশের দরজা ভেঙ্গে মুখোশধারী ১৫/১৬ জন লোক ঘরটি ঘিরে রেখে ঘরের ভিতরে ২য় দরজা সাবল দিয়ে ভেঙ্গে মুখোশ ধার ৬জন ডাকাত ঘরে প্রবেশ করে মৌলভী আনিচুর রহমানের ছেলে সহ ঘরের সবাইকে বেধে ফেলে । তখন আনিচুর রহমান এর ছেলে দেলোয়ার হোসেন (২২) আতœ রক্ষার জন্য ডাকা চিৎকার দিতে চাইলে ডাকাতরা দেলোয়ার কে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরতর আহত করে। এ সময় দেলোয়ারের ভাগিনা ইব্রাহীম (১৩) মামা দেলোয়ার কাছে এগিতে আসতে চেষ্ঠা করলে তাকেও পিটিয়ে আহত করে। এক পর্যায় ঘরের আলমিরা সুকেচ ভেঙ্গে ২ ভরি স্বর্নের জিনিস সহ নগদ ২৫ হাজার ও দুটি মোবাইল সেট নিয়ে যায়। একই সময় পাশ^বর্তী মৃত হাবিবুর রহমানের এর সিকদারের ছেলে আলহাজ¦ দলিল উদ্দিন সিকদার এর ঘরে একই ভাবে সাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ৬/৭ জন ঘরে প্রবেশ ঘরে বাকিরা ঘরের চারদিগ ঘিরে রাখে আলহাজ¦ দলিল উদ্দিন সিকদার ও তার স্ত্রী হামিদা বেগমকে মুখোশধারী ডাকাতরা এলোপাতারী মারপিট করে দের ভরি স্বনের জিনিস সহ নগদ ১০ হাজার টাকা ডাকাতরা নিয়ে যায়। এ ব্যাপারে সংবাদ পেয়ে বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আঃ রকিব,  অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান ও মুলাদী থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, পুলিশ পরিদর্শক তদন্ত সাইদ আহম্মেদ তালুকদার ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানা যায়।