মুলাদীতে রাতের আধারে পেট্রোল ঢেলে ৩টি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে সন্ত্রাসীরা!
মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে রাতের আধারে পেট্রোল দিয়ে ৩টি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিপক্ষের আগুন সন্ত্রাসীরা! জানা গেছে, গত সোমবার দিবাগত গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামের মৃত এছাহাক সরদারের পুত্র জসিম সরদার, কুট্টি মিয়া বেপারীর পুত্র সিরাজুল হক বেপারী ও একই বাড়ীর হযরত আলীর বিধাবা স্ত্রী হাজেরা বেগম এর ঘরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে এ আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঘটনার নির্মম স্বীকার পরিবারগুলো ও স্থানীয়রা। আগুন দেয়ার বিষয়টি টের পেয়ে জসিম সিকদার দিলে আসপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে তবে ততক্ষনে ঔ ৩ পরিবারের সকল ধরনের আসবাব পত্র, জমির দলিল, নগদ ২ লক্ষ টাকা সহ তিনিটি ঘরের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তাৎক্ষনিক ধারনা পাওয়া গেছে। জসিম সিকদার সহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এলাকার চিহ্নিত এসব সন্ত্রাসীদের বিচারের দাবিতে মুলাদী থানায় মামলা দায়ের এর প্রস্তুতি নিচ্ছে।