মুলাদী প্রতিনিধিঃ 
মুলাদীতে রাতের আধারে পেট্রোল দিয়ে ৩টি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিপক্ষের আগুন সন্ত্রাসীরা! জানা গেছে, গত সোমবার দিবাগত গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামের মৃত এছাহাক সরদারের পুত্র জসিম সরদার, কুট্টি মিয়া বেপারীর পুত্র সিরাজুল হক বেপারী ও একই বাড়ীর হযরত আলীর বিধাবা স্ত্রী হাজেরা বেগম এর ঘরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে এ আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঘটনার নির্মম স্বীকার পরিবারগুলো ও স্থানীয়রা। আগুন দেয়ার বিষয়টি টের পেয়ে জসিম সিকদার দিলে আসপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে তবে ততক্ষনে ঔ ৩ পরিবারের সকল ধরনের আসবাব পত্র, জমির দলিল, নগদ ২ লক্ষ টাকা সহ তিনিটি ঘরের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তাৎক্ষনিক ধারনা পাওয়া গেছে। জসিম সিকদার সহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এলাকার চিহ্নিত এসব সন্ত্রাসীদের বিচারের দাবিতে মুলাদী থানায় মামলা দায়ের এর প্রস্তুতি নিচ্ছে। 

ডিজিএম রেজায়েত আলীর চরম অনিয়ম-দুর্নীতির স্বীকার॥
মুলাদীতে পল্লী বিদ্যুৎ এর ৭০ হাজার গ্রাহক!

মুলাদী প্রতিনিধিঃ
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ মুলাদী পল্লী বিদ্যুৎ এর ৭০ হাজার গ্রাহককে জিম্মি করে চরম অনিয়ম- দুর্নীতি ও অপকৃত্তির মাধ্যমে পল্লী বিদ্যুৎ অফিসকে মানুষ হয়রানির এক অদ্ভুদ কারখানা বানিয়ে ফেলেছেন পল্লী বিদ্যুতের ডিজিএম রেজায়েত আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিজলা- মুলাদী ও মেহেন্দীগঞ্জ উপজেলার একটি অংশ নিয়ে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে ৭০ হাজারের ও বেশী গ্রাহক মুলাদী জোনের ডিজিএম রেজায়েত আলীর কাজে জিম্মি হয়ে পরেছে। গ্রাহক হয়রানি থেকে শুরু করে, পল্লী বিদ্যুৎ এর সব সেক্টরে দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে গ্রাহকদের সাথে অসৈজন্যমূলক আচারন, কোন কোন ক্ষেত্রে গ্রাহককে দেখে নেয়ার হুমকি সহ তার অফিসে কর্মরত নারী সহ কর্মীদের হয়রানির অভিযোগ রয়েছে বিদ্যুৎ এ কর্মকর্তার বিরুদ্ধে। অফিসের নারী সহ কর্মীরা অভিযোগ করেছেন অফিস ছুটির পর ও বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে তার রুমে ডেকে নেয়া হয়। এ বিষয় তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিদ্যুৎ মন্ত্রনালায় সর্বচ্চ পর্যায়ে অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ বিদ্যুৎ উপসচিব আশ্রাফুদৌলা গত ১৩ মে ২০১৯ ইং সোমবার ঘটনা তদন্তে পল্লী বিদ্যুৎ অফিসে এসেছিলেন। মুলাদী পল্লী বিদ্যুৎ এর রেজায়েত আলী অনৈতিক ভাবে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের নোয়াব আলী ঢালীর পুত্র গ্রাহক খলিলুর রহমান যার হিসাব নম্বর ৭২৪-৬০৫৬, বিল পরিশোধের শেষ তারিখ ছিলো ১৬ মে ২০১৯ ইং কিন্তু রেজায়েত আলীর খামখেয়ালীপনায় গ্রাহক খলিলুর রহমানের সংযোগ বিচ্ছিন্ন করা হয় ১৩ মে ২০১৯ তারিখে। বিদ্যুৎ গ্রাহক খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী মনিরুজ্জামান খান মিঠুকে বিষয়টি জানান । মনিরুজ্জামান খান মিঠু পল্লী বিদ্যুৎ বিভাগের গ্রাহক হয়রানির বিষয়টি জানতে চাইলে ডিজিএম রেজায়েত আলী তার সাথে দুরব্যবহার করেন এবং তার সাথে থানার বড় কর্মকর্তার সক্ষতা আছে জানিয়ে তার বিরুদ্ধে মামলার হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেছেন মনিরুজ্জামান খান মিঠু। এ ব্যাপারে ডিজিএম রেজায়েত আলীর কাছে জানতে চাইলে তাকে অফিস কক্ষে পাওয়া যায় নি।


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে এক মাছ ব্যবসায়ীর নদীতে ডুবে মৃত্যু হয়েছে।জানা গেছে, মুলাদী উপজেলার চরকালেখান ইউিিনয়নের চরমালিয়া গ্রামের হামেদ আলী চৌকিদারের পুত্র নান্নু চৌকিদার জয়ন্তী নদী থেকে মাছ সংগ্রহ করে ঢাকায় সরবারহের ব্যবসা করতেন। গতকাল সোমবার সকাাল ৯টার দিকে নান্নু চৌকিদার (৪০) জয়ন্তী নদীতে জেলেেেদর কাছ থেকে মাছ কিনতে গেলে তখনই তিনি নদীতে পরে তলিয়ে যান। এখন ও পর্যন্ত নান্নু চৌকিদারের কোন খোজ মেলেনি।


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে এসএসসি পরিক্ষায় পাশ করতে না পেরে আত্মহত্যা করেছে এক স্কুল ছাত্রী! জানা গেছে, গতকাল সোমবার ৬মে এসএসসি পরিক্ষার ফল প্রকাশিত হলে তাতে অকৃতকার্য হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রাামের মন্টু বেপারীর কন্যা হ্যাপি আক্তার। সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী হ্যাপি আক্তার ২০১৮ সালে এসএসসি পরিক্ষায় অকৃতকার্য হয়েছিল এর পর ২০১৯ উপজেলার সালে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে তাতেও পাশ করতে না পারায় গতকাল ঘরের ২টার দিকে মা হারা হ্যাপি আক্তার ঘরের খুটির সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।


মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদীতে উপজেলায় বিদ্যুৎ চলে গেলেই লাপাত্তা হয়ে যায় বহুল ব্যব‎হ্নত মোবাইল কোম্পানির নেটওর্য়াক। আবার বিদ্যুৎ আসলেও এমার্জেন্সি কল উঠে নেট ওর্য়াক বন্ধ থাকে। আর এতে ভোগান্তিতে পড়েছে মুঠোফোনে মোবাইল সিম ব্যবহার কারি মুলাদী উপজেলার কয়েক লাখ গ্রাহক। এখানকার বিদ্যুৎ ব্যবস্থায় কিছুটা বিভ্রাট দেখা দিলে মোবইল সিম ব্যবহারকারি গ্রাহকরা পড়েন মহা বিপাকে। গ্রাহকরা তাদের সাথে  থাকা দুরের কোন আত্বিয় স্বজনরা ঠিকভাবে যোগাযোগ করতে পারেন না । জানা গেছে মুলাদী উপজেলা, গাছুয়া, চরকালেখান এমন প্রত্যান্ত এলাকায়  মোবাইল ফোনের নেটের অচল অবস্থা কয়েক বছর পর্যন্ত। যার কারনে সিম ব্যবহারকারি গ্রাহকরা এতে মহা বিপাকে রয়েছেন মোবাইল সিম ব্যবহারকারীরা  বিভিন্ন পেশার মানুষ। অনেকেই অভিযোগ করে বলেন কেউ দীর্ঘদিন পর্যন্ত মোবাইল সিম ব্যবহার করে আসছেন,অফিস আদালত থেকে শুরু করে তাদের প্রবাসে থাকা আত্বিয় স্বজনরা বিভিন্নরকম ভোগান্তির স্বীকার হতে হচ্ছে।  এ অবস্থায় মোবাইল ফোন কোম্পানির কর্তৃপক্ষের কাছে তারা নেট ওর্য়াক বিভ্রাট যাতে ঠিক হয় তার ব্যবস্থা করার দাবী তুলেছেন। 

সংগ্রহকৃত ছবি
মুলাদী প্রতিনিধিঃ
ঘূর্নিঝড় ফনি বাংলাদেশের উপকূলিয় অঞ্চল সহ সর্বত্র আঘাত হানতে পারে আবহাওয়া বিদিদরে এমন খবরের প্রেক্ষিতে মুলাদীতে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জরুরী সভার তলব করেছে উপজেলা প্রসাশন। গতকাল সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এর কার্যালয় এ জরুরী সভায় দূর্যোগ ব্যবস্থাপনা ও এর ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সর্বচ্চ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। দূর্যোগ বিষয়ে মুলাদী উপজেলা সকল চেয়ারম্যান, কর্মকর্তা,কর্মচারী,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সংবাদিক, ফায়ার সার্ভিস, মুলাদী থানা প্রসাশন, আনসার ভিডিপি, মুলাদী উপজেলা স্কাউট ও সেচ্ছাসেবী সংগঠনগুলো,প্রত্যেক এলাকায় মাইকিং ও মসজিদ থেকে মাইকিং করে  ব্যাপক ভাবে সতর্কবানী পৌছে দেয়ার নির্দেশ দেন এবং সকল মসজিদের মুসল্লিদের আল্লাহর কাছে প্রার্থনা করার অনুরোধ জানানো হয় সভায়। 

MARI themes

Powered by Blogger.