মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে এক নারী সহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মুলাদী থানা সূত্রে জানা গেছে গতকাল ভোর ৪টায় ৩৬ ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিত্তে পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহম্মেদ এর নেতৃত্বে উপজেলার সফিপুর ইউনিয়নের ব্রজমোহন গ্রামের আলমগীর সরদারের পুত্র রাহাদ সরদার ও ছোট লক্ষীপুর গ্রামের জাকির আকনের স্ত্রী আছমা বেগমের নিকট থেকে ১,০০০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত । আজ ঢাকা থেকে মীরগঞ্জগামী এম.ভি হাসান হোসেন-২ লঞ্চে বিপুল পরিমান ইয়াবা চালান হচ্ছে খবর পেয়ে মুলাদী থানা পুলিশ আগে থেকেই লঞ্চ ঘাটে অপেক্ষা করতে থাকে ভোর ৪ টায় লঞ্চটি ঘাটে পৌছালে সন্দেহ ভাজন মাদক ব্যবসায়ীকে তল্লাশী করলে আছমা বেগমের নিকট থেকে ১,০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সর্ব শেষ খবর অণুযায়ী মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে  কোর্টে প্রেরনের  প্রস্তুুতি চলছে বলে জানান পুলিশ পরিদর্শ (তদন্ত) ফয়েজ আহম্মেদ।

MARI themes

Powered by Blogger.