মুলাদীতে জনশুমারির গননাকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
মুলাদী প্রতিনিধিঃ
বাংলাদেশ পরিসংখ্যান বুরো কতর্ৃক বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহায়ন ২০২১এর লিষ্টিং অপারেশন এবং মূল শুমারির গননা কার্যক্রমে তালিকাকারী/গননাকারী ও সুপারভাইজার পদে মুলাদীতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মুলাদী উপজেলার ৭ইউনিয়ন ও পৌরসভায় ১৪০জন গননাকারী ও সুপারভাইজার পদের বিপরীতে প্রায় ৭০০জন আবেদনকারী গত মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষা শেষে গতকাল সকালে ফলাফল প্রকাশের পর অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের মাঝে মিস্ত্র প্রতিকৃয়া দেখা দেয়। তারা জানান, যাদেরকে উর্ত্তীর্ন করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই অন্য প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন প্রকল্পে চাকুরীরত রয়েছেন। এছাড়াও কতিপয় রাজনৈতিক নেতার হস্তক্ষেপে এধরনের অনিয়ম করা হয়েছে বাছাই পরীক্ষায়, বলে দাবী আবেদন কারীদের। তারা উক্ত বাছাই পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে গননাকারী ও সুপারভাইজার নিয়োগের জোর দাবী জানিয়েছেন।
বাংলাদেশ পরিসংখ্যান বুরো কতর্ৃক বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহায়ন ২০২১এর লিষ্টিং অপারেশন এবং মূল শুমারির গননা কার্যক্রমে তালিকাকারী/গননাকারী ও সুপারভাইজার পদে মুলাদীতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মুলাদী উপজেলার ৭ইউনিয়ন ও পৌরসভায় ১৪০জন গননাকারী ও সুপারভাইজার পদের বিপরীতে প্রায় ৭০০জন আবেদনকারী গত মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষা শেষে গতকাল সকালে ফলাফল প্রকাশের পর অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের মাঝে মিস্ত্র প্রতিকৃয়া দেখা দেয়। তারা জানান, যাদেরকে উর্ত্তীর্ন করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই অন্য প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন প্রকল্পে চাকুরীরত রয়েছেন। এছাড়াও কতিপয় রাজনৈতিক নেতার হস্তক্ষেপে এধরনের অনিয়ম করা হয়েছে বাছাই পরীক্ষায়, বলে দাবী আবেদন কারীদের। তারা উক্ত বাছাই পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে গননাকারী ও সুপারভাইজার নিয়োগের জোর দাবী জানিয়েছেন।