পাগলিটাও মা হয়েছে-বাবা হয়নি কেউ!
নিষ্টুর নিয়তি, সমাজ ব্যবস্থার নৈতিক অবক্ষয় আর সভ্য সমাজের কতিপয় মস্তিস্ক বিকৃতির ফল হিসেবে পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ! মুলাদী পৌর এলাকার এক প্রাপ্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ানো অর্ন্তস্বত্বা পাগলিটাকে মুমুর্ষ অবস্থায় কিছু সচেতন মানুষ গতকাল বুধবার সকাল ৯.৩০ মিটিনে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। ঘন্টা খানেক পরে হাসপাতালের ডাক্তার সুমাইয়া ফারহান ও নার্স ইনচার্জ হামিদা বেগম, রেবা ও জান্নাত এর তত্বাবধানে
ঐ পাগলিটার প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত প্রসব কক্ষে নিয়ে গেলে সেখানে ঐ পাগলিটা ফুটফুটে একটি কন্যা সন্তান এর জন্ম দেয়। বর্তমানে ঐ কন্যা শিশুটি নাস ইনচার্জ হামিদা বেগম এর তত্বাবধানে তার বাসায় রয়েছে, এ সংবাদ ছড়িয়ে পড়লে মুলাদী উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার, মুলাদী থানার অফিসার ইনচার্জ সহ কৌতহলী মানুষ হাসপাতালে জড়ো হয়। মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান বলেন পাগলি ও কন্যা শিশু দু জনেই সুস্থ আছেন, তাদের সব ধরনের চিকিৎসা সহায়তার জন্য সর্ব ক্ষণ স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত আছে, এছাড়া বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শিশু কেয়ার সেন্টার রয়েছে।