মুলাদী বন্দর পৌর সুপার মার্কেটে দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল কোট পরিচালনা \
মুলাদী প্রতিনিধিঃ
করোনা আতঙ্ককে পুজি করে মুলাদীতে এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ী দ্রব্যমুল্যের দাম দ্বীগুন করে বিক্রি শুরু করলে, মুলাদী পৌর সুপার মার্কেট ও এর আশে পাশের কয়েকটি দোকানে মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহ অফিসার শুভ্রা দাস। তবে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতি টের পেয়ে
ব্যবসায়ীরা তাদের দোকান পাট বন্ধ করে গাঁ ঢাকা দেয়, দুই একটি দোকান খোলা পাওয়া গিয়াছে তারা অধিক মূল্যে পন্যে বিক্রয়ের কথা অস্বীকার করেন। এক দোকানদারের নিকট পন্যের মূল্য তালিকা দেখতে চাওয়া হলে তিনি সেটি দেখাতে না পারায় ভোক্তাধীকার আইন দন্ডবিধি ৩৯ধারায় তাকে ৫০০/- টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে বলেন, বাজার নির্ধারিত মুল্যের চেয়ে একটি টাকাও যদি কেই ক্রেতাদের কাছ থেকে বেশি নেয় তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। মোবাইলকোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন, মুলাদী থানার এস আই আলমগীর সহ একদল পুলিশ, অফিস সহকারী হাসান সহ সাংবাদিক বৃন্দ।