নিজস্ব প্রতিবেদকঃ মুলাদী থানার ৬নং মুলাদী ইউনিয়নের বাসিন্দা রত্তন সরদার, পিতা-মৃত নাসির উদ্দিন সরদার, গ্রামঃদড়িচর লক্ষীপুর, ৮নং ওয়ার্ড, থানা-মুলাদী, জেলা-বরিশাল তিনি গত ইং-১২/০৪/২০২০ তারিখ নিজ বাড়ীতে মৃত্যুবরণ করিলে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মৃত রত্তন সরদার এর নমুনা সংগ্রহ করে। পরে নমুনা পরীক্ষায় জানা যায়  তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করিয়াছে মর্মে রিপোর্ট পাওয়া যায়। রিপোর্ট প্রাপ্তির পর পর মুলাদী উপজেলা প্রশাসন থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দড়িরচর লক্ষীপুর ৮নং ওয়ার্ড ও  এলাকার পার্শ্ববর্তী মোট ১২টি বসত বাড়ী লকডাউন ঘোষেনা করে লাল নিশানা টানানো হয়ছে। যাতে এলাকার লোকজন একজন আরেক জনের সংস্পর্শ হওয়া, বাড়ী হতে বের না হওয়া এবং অন্যের বাড়ীতে প্রবেশ নিষিদ্ধ করে এলাকায় সচেতনতামূলক মাইকিং করেন জনাব মোঃ ফয়েজ উদ্দিন, অফিসার ইনচার্জ, মুলাদী থানা, বরিশাল।




ডেস্ক রিপোর্টঃ করোনা ভাইরাসের কারণে জনসমাগম রোধে মুলাদীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা জনকে করা হয়েছে। আজ বিকাল ৫টায় মুলাদী উপজেলার থেকে মৃধারহাট চরকালেখানের বিভিন্ন স্থান ভ্রাম্যমান আদালতে  ৬জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরিশাল জেলার নির্বাহী ম্যাজেষ্ট্রিট রূম্পা ঘোষ। এসময় উপস্থিত ছিলেন মুলাদী থানা পুলিশ ফোর্স উপজেলা নির্বাহী অফিসের সহকারী বৃন্দ।  সাথে সাথে উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সরকারের নিয়ম মানার নির্দেশ প্রদান করেন।




ডেস্ক রিপোর্টঃ
মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দড়িচর লক্ষীপুরে রতন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ১২এপ্রিল রবিবার বেলা সাড়ে ১২ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। সংবাদ পেয়ে মুলাদী উপজেলা প্রশাসন সাথে সাথে করোনা সনাক্ত করনের নমুনা সংগ্রহ করে। পরে লাশের দাফন সম্পন্ন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় রত্তন হাওলাদারের ছেলে  গত / দিন আগে ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ীতে আসে। স্থানীয়দের ধারনা করোনা সন্দেহে রত্তন হাওলাদারের মৃত্যু হয়েছে।

MARI themes

Powered by Blogger.