মুলাদীতে সহকারী শিক্ষিকা কর্তৃক সিনিয়র শিক্ষিকার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন


মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে সহকারী শিক্ষিকা কর্তৃক সিনিয়র শিক্ষিকার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। আজ মঙ্গলবার বিকাল ৪.৩০মিনিটে উপজেলার কাজিরচর ইউনিয়নের প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মুলাদী-মীরগঞ্জ সড়কে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। 

মানব বন্ধনে বক্তারা ৯৩নং পশ্চিম কমিশনারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিনারা আক্তার লিপির কর্তৃক সিনিয়র শিক্ষিকা খুরশিদা আক্তারের উপর বর্বরোচিত আক্রমনের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। মানব বন্ধনে উপস্থিত ছিলেন, শিক্ষক নেতা এস এম কামাল পাশা, প্রধান শিক্ষক নুরুজ্জামান আনসারী, শহিদুল ইসলাম, কামরুজ্জামান, নাজনিন নাহার, রেজাউল মাওলানা, সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, মোঃ মিলন, শফিকউজ্জামান, অলিউর রহমান, জাকিয়া সুলতানা, তহমিনা, সুরাইয়া, হিরামনি, কাওসার উািদ্দন, রাবেয়া হক, মনির হোসেন, কবির হোসেন ও আবু বকর সহ বিশটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক বৃন্দ। উল্লেখ্য অভিযুক্ত শিক্ষিকা মিনারা আক্তার লিপিকে সাময়ীক বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, সহকারী শিক্ষা কর্মকর্তাদের অবহেলা এবং অভিযোগ পুজি করে উৎকোচের নেয়ার ফলে কোন ঘটনার সুষ্ঠ সমাধান না হওয়ায় এ ধরনের ঘটনা একাধীক পুনরাবৃত্তি হচ্ছে।



ভিডিও