মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে বুদ্ধি প্রতিবন্ধি এক কিশোরীকে গনধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের সমিতির হাট এলাকায় বুদ্ধি প্রতিবন্ধি এক কিশোরীকে ঘোরা ফেরা করতে দেখে স্থানীয় একদল লম্পট যুবক তাকে বিভিন্ন প্রোলভন দেখিয়ে মুখ চেপে সমিতির হাটের পার্শবর্তি পাতা ক্ষেতে নিয়ে উপর্যপরি গনধর্ষন করে বলে জানিয়েছে ঐ কিশোরী। গনধর্ষনের স্বীকার বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী উপজেলার বাটামারা ইউনিয়নের বাসিন্দা বলে জানাগেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় চর সফিপুর এলাকার আয়নাল সরদারের লম্পট পুত্র ইব্রাহিম (৩০), মোসলেম সিকদারের পুত্র সিয়াম (২৮) ও আঃ হক মোল্লার পুত্র বখাটে স্বপন কিশোরীকে ধর্ষন করার পর স্থানীয় লোকজন ঐ কিশোরীর অস্বাভাবিক আচরন লক্ষ করার পর কৌশলে জানতে চাইলে ঐ কিশোরী জানান তার সাথে ঘটে যাওয়া ধর্ষনের ঘটনা। এঘটনায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের উপ-পরিচালক সোহেল সরদার ও স্থানীয়দের সহযোগিতায় ধর্ষিতা কিশোরী মুলাদী থানায় অভিযোগ দিতে হাজির হয়। মুলাদী থানা পুলিশের তদন্ত কর্মকর্তা সাইদ আহম্মেদ জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে, প্রমান পেলে মামলা গ্রহন করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
আজকের পত্রিকাঃ