মুলাদী অধ্যক্ষের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মিছিল ও ক্লাস বর্জন॥

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীর চরকালেখান নেছারিয়া আলিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিনের বিচারের দাবীতে মিছিল ও ক্লাস বর্জন করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

ঘটনার বিবরনে জানাগেছে, উপজেলা চরকালেখান ইউনিয়নের নেছারিয়া আলিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন সকাল ১০টার দিকে বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইদুল হক ও কৃষি বিভাগের শিক্ষক মোঃ শাহে আলম কে তার কক্ষে ডেকে ল্যাব সহকারী গোলাম রসুলকে দিয়ে তাদেরকে মারধর করিয়েছেন। এঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষ মহিউদ্দিনের এহেন কর্মকান্ডের বিচারের দাবীতে ক্লাস বর্জন করে মিছিল করে। এঘটনায় অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিনের বিরুদ্ধে ফুসে উঠেছে স্থানীয় জনসাধারন, তারা জানান মাদ্রসার সভাপতি প্রভাবশালী হওয়ায় তার ছত্র-ছায়ায় থেকে অধ্যক্ষ মাঝে মধ্যেই এ ধরনের কার্যকালাপ করে থাকেন। এব্যাপারে মাদ্রসার সভাপতি এ্যাড. আঃ বারীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি আগামী সোমবার এর বিচার করা হবে।