মুলাদীর সর্বত্রই কুকুর আতঙ্ক ॥ শতাধিক মানুষকে কামড়ে আহত, জলাতঙ্কে শিশুর মৃত্যু

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী পৌরসভা সহ উপজেলার সর্বত্র এক আতঙ্কের নাম হয়ে দাড়িয়েছে কুকুর! কুকুরের কামড়ে এ পর্যন্ত শতাধিক মানুষ আহত হয়েছে এবং জলাতঙ্কে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানাগেছে, গত এক মাস থেকে মুলাদী পৌরসভা সহ উপজেলার বিভিন্ন জায়গায় জলাঙ্কে আক্রান্ত পাগলা কুকুর দল বেধে পথচারী কিংবা স্কুল গামি শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে এ পর্যন্ত নারী-পুরুষ-শিশু সহ শতাধিক মানুষকে কামড়ে আহত করেছে। 

 গত ১৫দিন পুর্বে কুকুরের কামড়ে আক্রান্ত এক শিশু সঠিক চিকিৎসা না নেয়ায় জলাতঙ্ক রোগে মৃত্যু হয়েছে তার। গতকাল মঙ্গলবার সারা দিনে পৌর এলাকার পলাশ মল্লিক সহ ১৯জন ব্যক্তি কুকুরের কামড়ে আহত হয়ে মুলাদী স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। কুকুরের এধরনের অস্বাভাবিক আক্রমনে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কখন কে কুকুরের কামড়ে আক্রান্ত হয় সে ভয় নিয়ে প্রতিনিয়ত চলাফেরা করতে হচ্ছে। মুলাদীতে সর্বত্রই কুকুর আতঙ্কের বিষয়টি সম্পর্কে মুলাদী পৌরসভার মেয়র শফিক-উজ্জামান রুবেলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, কুকুর প্রানী সম্পদের আওতাভুক্ত হওয়ায় পরিবেশের ভারসম্যের জন্য একে নিধনের বিষয়ে হাই কোর্টের বিধি নিষেধ থাকায় আমরা কোন ব্যবস্থা নিতে পারছিনা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের সাথে আলাপ করে কুকুর নিধনের বিষয়ে ব্যাবস্থা গ্রহন করা হবে। তবে হতাশার কথা জানিয়ে সচেতন মহল বলছেন, মানুষের জন্যই পরিবেশ, তাই মানুষের সুবিধার কথা চিন্তা করে প্রশাসনের কর্তাব্যক্তিরা পাগলা কুকুর নিধনে দ্রুত ব্যবস্থা নেবে এমনটিই প্রত্যাশা সকলের।