মুলাদী প্রতিনিধিঃ
১৯৭১ সালের ২৪ জুলাই পাকহানাদার বাহিনী সকালের সুর্য পুর্ব দিকে উধিত হওয়ার পরপরই মুলাদীর পাতারচরে পাক বাহিনীর নির্মমতা ছড়িয়ে দিতে ঘর থেকে ধরে এনে নারী-পুরুষ, হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সহ ৩৩জনকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে। স্বাধীনতার সেই সুর্য শহীদ সন্তানদের স্বরনে সরকারী ভাবে শহীদ বদ্ধভূমি স্থাপন করা হয়। ২৫মার্চ গনহত্যা দিবসে শহীদদের স্বরনে বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে মুলাদী উপজেলা প্রশাসন। গতকাল সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী পৌরসভার মেয়র শফিক-উজ্জামান রুবেল, মুলাদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আঃ বারী, মুলাদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাওলাদার, ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান হান্না, অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, কাউন্সিলর এনামুল হক ইনু, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক হারুন-অর রশিদ সহ শহীদ পরিবারের সদস্যরা।