মুলাদী প্রতিনিধিঃ মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা নুর ইসলাম খানের পুত্র ও চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন উদ্দিন খানের বড় ভাই আবুল কাশেম খান (৭২) ভাতিজা ফয়সাল খানের হাতে থাকা কুড়ালের বাঁটের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানা গেছে ।
নিহতের ছেলে কাওছার খান ও ঘটনা সূত্রে জানা গেছে গাঁছ ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবৎ নিহত আবুল কাশেম খান ও তার ভাই ফরহাদ খানের মধ্যে বিরোধ চলে আসছিল এরই ধারা বারাবাহিকতায় ফরহাদ খানের নেতৃত্বে তার ছেলে ফয়সাল খান, আবজাল খান, মিলন খান ও দুই জন কাজের লোক নিহতের ঘরের পিছনে গাছ কাটতে গেলে তার আপন চাচা নিহত আবুল কাশেম খান বাঁধা দেয়, এতে ক্ষিপ্ত হয়ে ফয়সাল খান তার হাতে থাকা কুড়ালের বাঁট দিয়ে আবুল কাশেম খানের কোমরে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়না তদন্তের জন্য মুলাদী থানায় নিয়ে আসেন এবং ঘাতক ফয়সাল খানের পিতা ফরহাদ খান কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘাতক ফয়সাল খান, আবজাল খান ও মিলন খান পালিয়ে যায় । এ ঘটনায় নিহতের ছেল কাওছার জানান আমার ভাইয়েরা ঢাকা থেকে আসলে একটি হত্যা মামলা দায়ের করব। লাশটি ময়না তদন্তের জন্য শোবাচিমে প্রেরণ করা হয়েছে।