মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী জেলেদের পিটুনিতে নদীতে পড়ে বালু বোঝাই কার্গো মালিক নিখোজের ৭২ ঘন্টা পর  ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান বুধবার বিকাল ৪টায় এক ব্যাক্তির বরশিতে নিতহ ছিটু খানের জামা কাপর গাঁধলে সন্দেহ লোকজনের সহয়তায় টেনে উপরে উঠানো হয়।  লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হবে বলে জানা গেছে। উল্লেখ গত রবিবার বিকায় ৫টায় সিলেটসন বালু বোঝাই মায়ের অবদান নামক একিট কার্গোর লোকজনের সাথে  ভেদুরিয়া গ্রামের জামাল মুন্সির পুত্র মোস্তফা মুন্সি, আরিফুল মুন্সি ও আলামিন মুন্সির সাথে বাগ বিতন্ডা হয় বাগবিতন্ডার এক পর্যায় তাদের এলো পাতারি বৈঠার আঘাতে চাঁদপুর মতলব উপজেলার মৃত: রুস্তুুম আলীর পুত্র ছিঠু খান(কার্গো) মালিক নদীতে পড়ে গেলে তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি, অবশেষে প্রায় ৭২ ঘন্টা পর তার লাশ উদ্ধার সম্বব হয়।

ভিডিও বক্তব্য সহ

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী জেলেদের পিটুনিতে নদীতে পড়ে যাওয়া বালু বোঝাই কার্গো মালিক নিখোজের ২৮ ঘন্টা পেরুলেও লাশ উদ্ধার সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার সকাল থেকে বরিশাল থেকে আগত ডুবুরী দল জয়ন্তী নদীতে ব্যাপক তল্লাশি চালিয়েও নিখোঁজ চাঁদপুরের মতলব উপজেলার রুস্তুুম আলী খানের পুত্র ছিডু খানের লাশ (৪৮) উদ্ধার করা সম্বব যায়নি। মৃধার হাট জয়ন্তী নদীর পারে গতকাল সকাল থেকে হাজার হাজার উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

 নিখোঁজের আতœীয় স্বজনের কান্নান আকাশ বাতাশ ভারী হয়ে ওঠে। উল্লেখ্য যে, রবিবার বিকাল ৫টার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিনের মৃধার হাটের নিকটে জয়ন্তী নদীতে সিলেটসন বালু বোঝাই মায়ের অবদান নামক একিট কার্গোর লোকজনের সাথে  ভেদুরিয়া গ্রামের জামাল মুন্সির পুত্র জেলে মোস্তফা মুন্সি, আরিফুল মুন্সি ও আলামিন মুন্সির সাথে বাগ বিতন্ডা হয় বাগবিতন্ডার এক পর্যায় জেলেদের হাতে থাঁকা বৈঠা দিয়ে কার্গো মালিকের হাটুতে পিটানো শরু করলে চাঁদপুর মতলব উপজেলার মৃত: রুস্তুুম আলীর পুত্র ছিঠু খান(কার্গো) মালিক নদীতে পড়ে গেলে তাকে আর উদ্ধার সম্ভব হয়নি। এ ঘটনায় মতলেব উপজেলার রায়পুর গ্রামের বিল্লাল পাটোয়ারীর পুত্র নিখোঁজ ছিডু খানের ভাগিনা রাকিব পাটোয়ারী মুলাদী হাসাপাতেল  চিকিৎসাধীন অবস্থায় জানান তার মামা নদীতে পড়ে গেলে তিনি বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেন এবং তাকে টেনে তুলার চেষ্টা করেন কিন্তুু তার মামা সাতার না জানার কারনে ডুবে যায় এবং তিনিও অসুস্থ হয়ে পড়েন পাশ^বর্তী একটু দূরে দাড়িয়ে থাকা কিছু লোকজনের   নিকট সহায্যে চাইলেও তারা এগিয়ে আসেনি। তারা আমাকে ভৎসনা করেন। 


মুলাদী প্রতিনিধিঃ

মুলাদীতে জেলেদের বৈঠার আঘাতে নদীতে পড়ে বালু বোঝাই কার্গো মালিক নিখোজ রয়েছে বলে জানা যায়। ঘটনার বিবরন ও আহত সূত্রে জানাযায় রবিবার বিকাল ৫টার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিনের মৃধার হাটে জয়ন্তী নদীতে সিলেটসন বালু বোঝাই মায়ের অবদান নামক একিট কার্গোর লোকজনের সাথে  ভেদুরিয়া গ্রামের জালাল মুন্সির পুত্র মোস্তফা মুন্সি, 
আরিফুল মুন্সি ও আলামিন মুন্সির সাথে বাগ বিতন্ডা হয় বাগবিতন্ডার এক পর্যায় তাদের এলো পাতারি বৈঠার আঘাতে চাঁদপুর মতলব উপজেলার মৃত: রুস্তুুম আলীর পুত্র ছিঠু খান(কার্গো) মালিক নদীতে পড়ে গেলে তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মতলেব উপজেলার রায়পুর গ্রামের বিল্লাল পাটোয়ারীর পুত্র রাকিব মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র চিকিৎধীন অবস্থায় আছে। ঘটনার সংবাদ পেয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একাধিক টিম ঘটনা স্থলে পৌছে নিখোঁছ ছিঠু খানকে উদ্ধারের চেষ্টা চলছে বলে যায় । রিপোর্ট লেখা পর্যন্ত নিখোজ ছিঠু খানকে উদ্ধার করা সম্বব হয়নি।

মুলাদীতে জেলেদের বৈঠার আঘাতে নদীতে পড়ে বালু বোঝাই কার্গো মালিক নিখোজ ॥ আহত- রাকিবের বক্তব্য



মুলাদী প্রতিনিধি :
    মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের সফিপুর গ্রামের মন্নান চৌকিদারের ছেলে আহম্মদ আলীর(১৭) ভোর ৫টায় বসত বাড়ীর দক্ষিন পাশে পুকুরের পাড়ে আম গাছের সাথে শনিবার ভোর ৫টায় ঝুলান্ত অবস্থায় লাশ পাওয়া যায়।
ঘটনার বিবরনে জানা যায় আঃ মান্নান চৌকিদারের স্ত্রী মোসাঃ রেহানা বেগম দীর্ঘদিন যাবৎ মানুষিক সমস্যায় আক্রান্ত তার ছেলে আহম্মদ আলী মানুষীগ রোগী ছিল বলে এলাকাবাসী জানান। তবে কি কারনে গলায় ফাঁসি দিয়ে মৃত্যু বরন করেছে তার সঠিক কোন কারন খুছে পাওয়া যায়নি। এ ব্যাপারে মুলাদী থানার পুলিশ প্রশাসন সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে আহম্মদ আলীর লাল উদ্ধার করে বরিশাল শেবাচিমে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী থানাা মাদক বিরোধী অভিযান চলাকালিন সময়ে গোপন সংবাদের  ভিদ্দিতে গত ২৪/০১/২০১৯ তারিখে মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষীপুর গ্রামে মৃত নাজেম ভুইয়া এর পুত্র মোঃ ফজলু ভুইয়া(৩৫) কে ৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করেছে মুলাদী থানার এস আই (নিঃ) টিপু লাল দাস। মোঃ ফজলু ভূইয়া বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় পুলিশ স্কটের মাধ্যমে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীর কাজিরচরে ৩য় শ্রেনীর ছাত্রী ধর্ষনের ঘটনায় বিচারের দাবীতে মানব বন্ধন করেছে সহপার্টি ও স্থানীয় লোকজন। গতকাল বেলা ১১টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের রাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ধর্ষনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার পূর্বক বিচারের দাবীতে মানব বন্ধন করে।

 ঘটনার বিবরনে জানাগেছে, মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের আহম্মেদ আলী খানের মেয়ে রাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রীকে গত শুক্রবার সন্ধায় একই গ্রামের পাশ^বর্তী বাড়ীর আঃ সালাম হাওলাদারের বখাটে পুত্র সাইদুল (২১) ও হাচেন আলী হাওলাদার এর বখাটে পুত্র সাইদুল রহমান (২০) মিলে বাড়ীর উঠান থেকে মুখ চিঁপে তুলে পাশর্^বর্তী গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ  করেছে। ঐ ছাত্রীর ডাকচিৎকার দিলে তার মা ফাতেমা বেগম ও বোন আয়েশা আক্তার সহ স্থানীয় আশে পাশের লোকজন ছুটে এসে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। দুই বখাটে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ধর্ষনের ঘটনা জানতে পেরে রাতেই মুলাদী থানার এস,আই,ইদ্রিস আলীর নেতৃত্বে একদল পুলিশ  ঘটনা স্থলে পৌছে ধর্ষিতাকে উদ্ধার করে মুলাদী থানায় নিয়ে আসে। এঘটনায় পরের দিন শনিবার দুইজনকে আসামী করে মুলাদী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে ধর্ষিতার পরিবার। মানব বন্ধনে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ধর্ষকদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন। ধর্ষনের ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি মুলাদী থানা পুলিশ। 

আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে অন্য কেউ আপনার নামে ভূঁয়া মোবাইল সিম নিবন্ধন করে আপনাকে ফাঁসাতে পারে। তাই জেনে নেওয়া দরকার বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার নামে কয়টি সিম কার্ড নিবন্ধিত হয়েছে।
আপনার এনআইডির বিপরীতে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা জানা যাবে ঘরে বসেই। এর জন্য সংশ্লিষ্ট মোবাইল থেকে এসএমএস বা ডায়াল করতে হবে । জেনে নিন কিভাবে- টেলিটক : info লিখে এমএমএস করুন 1600 নম্বরে গ্রামীণফোন : মেসেজ অপসনে গিয়ে info লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে বাংলালিংক : ডায়াল করুন *1600*2# নম্বরে এয়ারটেল : *121*4444# ডায়াল করুন রবি : *1600*3# ডায়াল করুন ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টা সিম নিবন্ধিত হয়েছে। অযাচিত সিম নিবন্ধন হয়ে থাকলে বন্ধ করার জন্য দ্রত সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে ৩য় শ্রেনীর এক স্কুল শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের আহম্মেদ আলী খানের মেয়ে রাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ধর্ষিত হয়। গত ১৮-০১-২০১৯ ইং তারিখ শুক্রবার মাগরিব বাদ একই গ্রামের পাশ^বর্তী বাড়ীর আঃ সালাম হাওলাদার বখাটে পুত্র সাইদুল (২১) হাচেন আলী হাওলাদার এর বখাটে পুত্র সাইদুল রহমান (২০) মিলে বাড়ীর উঠান থেকে মুখ চিঁপে ধরে তুলে পার্শ্ববর্তী গোয়াল ঘরে নিয়ে যায় তারপর ধর্ষণ  করে। ছাত্রী ডাকচিৎকার দিলে তার মা ফাতেমা বেগম বোন আয়েশা আক্তার সহ স্থানীয় আশে পাশের লোকজন ছুটে এসে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। দুই বখাটে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে শুক্রবার সন্ধার পরে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিভিন্ন জায়গায় তদবীরে নেমে পড়ে এবং অর্থের বিনিময়ে ধর্ষনকে চাঁপা দেওয়ার ব্যার্থ চেষ্টা চালায়। পুলিশ ধর্ষনের ঘটনা জানতে পেরে রাতেই মুলাদী থানার এস,আই,ইদ্রিস আলী  ঘটনা স্থলে পৌছে মেয়েটি তার মাকে থানায় নিয়ে আসে এবং ঘটনায় ধর্ষিতা সহ তার মা বোন আয়শা আক্তার মুলাদী থানার পুলিশ প্রশাসনের কাছে জবান বন্দিদেন। বিষয় মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান কাছে জানতে চাওয়া হলে তিনি জানান ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে অপারাধীদের গ্রেফতার করা হবে। শিশু শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল এহেন ন্যাকার জনক ঘটনার বিচার দাবি করেছেন।

MARI themes

Powered by Blogger.