মুলাদীর কাজিরচরে ৩য় শ্রেনীর ছাত্রী ধর্ষনের ঘটনায় বিচারের দাবীতে মানব বন্ধন করেছে সহপার্টি ও স্থানীয় লোকজন। গতকাল বেলা ১১টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের রাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ধর্ষনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার পূর্বক বিচারের দাবীতে মানব বন্ধন করে।
ঘটনার বিবরনে জানাগেছে, মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের আহম্মেদ আলী খানের মেয়ে রাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রীকে গত শুক্রবার সন্ধায় একই গ্রামের পাশ^বর্তী বাড়ীর আঃ সালাম হাওলাদারের বখাটে পুত্র সাইদুল (২১) ও হাচেন আলী হাওলাদার এর বখাটে পুত্র সাইদুল রহমান (২০) মিলে বাড়ীর উঠান থেকে মুখ চিঁপে তুলে পাশর্^বর্তী গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করেছে। ঐ ছাত্রীর ডাকচিৎকার দিলে তার মা ফাতেমা বেগম ও বোন আয়েশা আক্তার সহ স্থানীয় আশে পাশের লোকজন ছুটে এসে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। দুই বখাটে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ধর্ষনের ঘটনা জানতে পেরে রাতেই মুলাদী থানার এস,আই,ইদ্রিস আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে ধর্ষিতাকে উদ্ধার করে মুলাদী থানায় নিয়ে আসে। এঘটনায় পরের দিন শনিবার দুইজনকে আসামী করে মুলাদী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে ধর্ষিতার পরিবার। মানব বন্ধনে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ধর্ষকদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন। ধর্ষনের ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি মুলাদী থানা পুলিশ।