মুলাদীতে জেলেদের বৈঠার আঘাতে নদীতে পড়ে বালু বোঝাই কার্গো মালিক নিখোজ ॥ আহত-১

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদীতে জেলেদের বৈঠার আঘাতে নদীতে পড়ে বালু বোঝাই কার্গো মালিক নিখোজ রয়েছে বলে জানা যায়। ঘটনার বিবরন ও আহত সূত্রে জানাযায় রবিবার বিকাল ৫টার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিনের মৃধার হাটে জয়ন্তী নদীতে সিলেটসন বালু বোঝাই মায়ের অবদান নামক একিট কার্গোর লোকজনের সাথে  ভেদুরিয়া গ্রামের জালাল মুন্সির পুত্র মোস্তফা মুন্সি, 
আরিফুল মুন্সি ও আলামিন মুন্সির সাথে বাগ বিতন্ডা হয় বাগবিতন্ডার এক পর্যায় তাদের এলো পাতারি বৈঠার আঘাতে চাঁদপুর মতলব উপজেলার মৃত: রুস্তুুম আলীর পুত্র ছিঠু খান(কার্গো) মালিক নদীতে পড়ে গেলে তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মতলেব উপজেলার রায়পুর গ্রামের বিল্লাল পাটোয়ারীর পুত্র রাকিব মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র চিকিৎধীন অবস্থায় আছে। ঘটনার সংবাদ পেয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একাধিক টিম ঘটনা স্থলে পৌছে নিখোঁছ ছিঠু খানকে উদ্ধারের চেষ্টা চলছে বলে যায় । রিপোর্ট লেখা পর্যন্ত নিখোজ ছিঠু খানকে উদ্ধার করা সম্বব হয়নি।

মুলাদীতে জেলেদের বৈঠার আঘাতে নদীতে পড়ে বালু বোঝাই কার্গো মালিক নিখোজ ॥ আহত- রাকিবের বক্তব্য