মুলাদীতে ৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার-১


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী থানাা মাদক বিরোধী অভিযান চলাকালিন সময়ে গোপন সংবাদের  ভিদ্দিতে গত ২৪/০১/২০১৯ তারিখে মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষীপুর গ্রামে মৃত নাজেম ভুইয়া এর পুত্র মোঃ ফজলু ভুইয়া(৩৫) কে ৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করেছে মুলাদী থানার এস আই (নিঃ) টিপু লাল দাস। মোঃ ফজলু ভূইয়া বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় পুলিশ স্কটের মাধ্যমে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।