মুলাদীতে পৌর সদরে জন গরুত্বপূর্ণ রাস্তার উপর পশু জবাই প্রশাসন নিরব, জনসাধারনের ভোগান্তি,

॥ বিপর্যয় হচ্ছে হচ্ছে পরিবেশ ॥


মেহেদী হাসান, মুলাদী প্রতিনিধি|
মুলাদী পৌর সদরের লঞ্চঘাটে জনসাধারনের জণ্য নির্মিত ঘাটলা সংলগ্ন মেইন রাস্তার উপর দীর্ঘদীন যাবৎ পশু জবাই করে যাচ্ছে একটি অসাধু চক্র। তাদেরকে বারবার নিষেধ করা সত্বেও প্রশাসন ও জানাসাধারনকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত পশু জবাই করে  যাচ্ছে চক্রটি। পশু জবায়ের নিয়ম কানুন থাকলেও তারা নির্ধারিত স্থানে পশু জবাই না করে  যেখানে সেখানে পশু জবাই করে পরিবেশের মারাত্বক ক্ষতি সহ চলচলে বিঘ্ন ঘটাচ্ছে, তাছাড়া রাস্তার উপরে পশু জবাইয়ের কারনে প্রতিদিন ঢাকা থেকে আসা লঞ্চের যাত্রীরাও পড়েন দূর্ভোগে, জনসাধারনের জন্য নির্মিত ঘাটটিও ব্যাবহারের অনুপোযোগী হয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েজন ব্যাক্তি জানান ফজরের নামাজ পড়ে আসার সময় প্রায়শই তাদের পশু জবাইয়ের কারনে বিব্রত বোধ হতে হয়। রাস্তার উপর পড়ে থাকা রক্ত মাংস খেতে বেওয়ারিশ কুকুরের মারামারি সহ হাটা চলায় তাদের সমস্যার সৃষ্টি হয়। রক্ত পঁচা গন্ধেও হাটা চলাকরাও কষ্টকর হয়ে পড়ে। তাদেরকে কয়েকদফা নিষেধ করা হলেও তারা প্রভাবশালীর মত এটি মানছে না ও শুনছেও না।  এমতাবস্থায় বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য তারা অনুরোধ জানান।