মুলাদীতে ৩য় শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষণ ॥ মামলা দায়ের


মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে ৩য় শ্রেনীর এক স্কুল শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের আহম্মেদ আলী খানের মেয়ে রাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ধর্ষিত হয়। গত ১৮-০১-২০১৯ ইং তারিখ শুক্রবার মাগরিব বাদ একই গ্রামের পাশ^বর্তী বাড়ীর আঃ সালাম হাওলাদার বখাটে পুত্র সাইদুল (২১) হাচেন আলী হাওলাদার এর বখাটে পুত্র সাইদুল রহমান (২০) মিলে বাড়ীর উঠান থেকে মুখ চিঁপে ধরে তুলে পার্শ্ববর্তী গোয়াল ঘরে নিয়ে যায় তারপর ধর্ষণ  করে। ছাত্রী ডাকচিৎকার দিলে তার মা ফাতেমা বেগম বোন আয়েশা আক্তার সহ স্থানীয় আশে পাশের লোকজন ছুটে এসে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। দুই বখাটে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে শুক্রবার সন্ধার পরে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিভিন্ন জায়গায় তদবীরে নেমে পড়ে এবং অর্থের বিনিময়ে ধর্ষনকে চাঁপা দেওয়ার ব্যার্থ চেষ্টা চালায়। পুলিশ ধর্ষনের ঘটনা জানতে পেরে রাতেই মুলাদী থানার এস,আই,ইদ্রিস আলী  ঘটনা স্থলে পৌছে মেয়েটি তার মাকে থানায় নিয়ে আসে এবং ঘটনায় ধর্ষিতা সহ তার মা বোন আয়শা আক্তার মুলাদী থানার পুলিশ প্রশাসনের কাছে জবান বন্দিদেন। বিষয় মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান কাছে জানতে চাওয়া হলে তিনি জানান ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে অপারাধীদের গ্রেফতার করা হবে। শিশু শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল এহেন ন্যাকার জনক ঘটনার বিচার দাবি করেছেন।