মুলাদীতে জেলেদের পিটুনিতে নদীতে পড়ে যাওয়া ব্যাক্তির লাশ ৭২ ঘন্টা পর উদ্ধার ॥

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী জেলেদের পিটুনিতে নদীতে পড়ে বালু বোঝাই কার্গো মালিক নিখোজের ৭২ ঘন্টা পর  ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান বুধবার বিকাল ৪টায় এক ব্যাক্তির বরশিতে নিতহ ছিটু খানের জামা কাপর গাঁধলে সন্দেহ লোকজনের সহয়তায় টেনে উপরে উঠানো হয়।  লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হবে বলে জানা গেছে। উল্লেখ গত রবিবার বিকায় ৫টায় সিলেটসন বালু বোঝাই মায়ের অবদান নামক একিট কার্গোর লোকজনের সাথে  ভেদুরিয়া গ্রামের জামাল মুন্সির পুত্র মোস্তফা মুন্সি, আরিফুল মুন্সি ও আলামিন মুন্সির সাথে বাগ বিতন্ডা হয় বাগবিতন্ডার এক পর্যায় তাদের এলো পাতারি বৈঠার আঘাতে চাঁদপুর মতলব উপজেলার মৃত: রুস্তুুম আলীর পুত্র ছিঠু খান(কার্গো) মালিক নদীতে পড়ে গেলে তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি, অবশেষে প্রায় ৭২ ঘন্টা পর তার লাশ উদ্ধার সম্বব হয়।