মুলাদীতে জেলেদের পিটুনিতে নদীতে পড়ে যাওয়া ব্যাক্তির লাশ ২৮ ঘন্টা পেরুলেও উদ্ধার সম্ভব হয়নি ॥

ভিডিও বক্তব্য সহ

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী জেলেদের পিটুনিতে নদীতে পড়ে যাওয়া বালু বোঝাই কার্গো মালিক নিখোজের ২৮ ঘন্টা পেরুলেও লাশ উদ্ধার সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার সকাল থেকে বরিশাল থেকে আগত ডুবুরী দল জয়ন্তী নদীতে ব্যাপক তল্লাশি চালিয়েও নিখোঁজ চাঁদপুরের মতলব উপজেলার রুস্তুুম আলী খানের পুত্র ছিডু খানের লাশ (৪৮) উদ্ধার করা সম্বব যায়নি। মৃধার হাট জয়ন্তী নদীর পারে গতকাল সকাল থেকে হাজার হাজার উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

 নিখোঁজের আতœীয় স্বজনের কান্নান আকাশ বাতাশ ভারী হয়ে ওঠে। উল্লেখ্য যে, রবিবার বিকাল ৫টার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিনের মৃধার হাটের নিকটে জয়ন্তী নদীতে সিলেটসন বালু বোঝাই মায়ের অবদান নামক একিট কার্গোর লোকজনের সাথে  ভেদুরিয়া গ্রামের জামাল মুন্সির পুত্র জেলে মোস্তফা মুন্সি, আরিফুল মুন্সি ও আলামিন মুন্সির সাথে বাগ বিতন্ডা হয় বাগবিতন্ডার এক পর্যায় জেলেদের হাতে থাঁকা বৈঠা দিয়ে কার্গো মালিকের হাটুতে পিটানো শরু করলে চাঁদপুর মতলব উপজেলার মৃত: রুস্তুুম আলীর পুত্র ছিঠু খান(কার্গো) মালিক নদীতে পড়ে গেলে তাকে আর উদ্ধার সম্ভব হয়নি। এ ঘটনায় মতলেব উপজেলার রায়পুর গ্রামের বিল্লাল পাটোয়ারীর পুত্র নিখোঁজ ছিডু খানের ভাগিনা রাকিব পাটোয়ারী মুলাদী হাসাপাতেল  চিকিৎসাধীন অবস্থায় জানান তার মামা নদীতে পড়ে গেলে তিনি বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেন এবং তাকে টেনে তুলার চেষ্টা করেন কিন্তুু তার মামা সাতার না জানার কারনে ডুবে যায় এবং তিনিও অসুস্থ হয়ে পড়েন পাশ^বর্তী একটু দূরে দাড়িয়ে থাকা কিছু লোকজনের   নিকট সহায্যে চাইলেও তারা এগিয়ে আসেনি। তারা আমাকে ভৎসনা করেন।